তফসিল ঘোষণার দাবিতে রাকসুর সামনে অবস্থান করে শিবিরের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও করেছে ছাত্রশিবির। বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় রাবি শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গত মাসে রাকসু নির্বাচন কমিশন বলে ছিলেন ৩০ জুনের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা করবেন। কিন্তু প্রায় একমাস হলেও তাদের সেই ওয়াদা রক্ষা করেননি। উপাচার্য বলেছিলেন, পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়া হবে। কিন্তু পাঁচ মাস গড়িয়ে আট মাস পার হলেও প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

রাকসু নিয়ে টালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী রাকসু আমাদের অধিকার। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরামে ছাত্রদের প্রতিনিধিত্ব রাকসুর মাধ্যমে সম্ভব। ৫ আগস্ট পরবর্তীসময়ে আমরা ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কোনোটাই তারা আমলে নেয়নি। এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি। আমরা মনে করছি, সিনেটে ছাত্রদের অংশগ্রহণ না থাকায় আমাদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হচ্ছে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ বাজেট ব্যয় হয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেকহোল্ডার শিক্ষার্থীদের জন্য বাজেটের সামান্য অংশ বরাদ্দ রয়েছে। রাবি প্রশাসন সর্বপ্রথম রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছিল। কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে তা বাস্তবায়িত হয়নি আমরা সেটি জানতে চাই। আজ নির্বাচন কমিশনের মিটিং রয়েছে, যদি কোনো ইতিবাচক সাড়া না পাই, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমাদের আজকের এ অবস্থান কর্মসূচি রাকসুর তফসিল ঘোষণা না করা পর্যন্ত চলবে।
মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস