ভাড়া বাসায় ঝুলছিল চবি ছাত্রীর মরদেহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৮ জুলাই ২০২৫
লাবিবা লামিয়া তানহা

চট্টগ্রামে ভাড়া বাসা থেকে লাবিবা লামিয়া তানহা নামের এক চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার বাবা-মা। এসময় নিজ কক্ষে তাকে জানালায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় চবি ল্যাবরেটরি স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসার (ফ্ল্যাট) চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির আইসি আবু হেনা মোস্তফা কামাল।

লামিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ফ্ল্যাট বাসার চতুর্থ তলায় মা-বাবার সঙ্গে থাকতেন। লাবিবা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ছিলেন।

লামিয়ার সহপাঠীরা জানান, প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ড্রপ আউট হন লামিয়া। এ নিয়ে তিনি হতাশায় ছিলেন। কোটা আন্দোলনসহ যে কোনো আন্দোলনে তাকে অগ্রভাগে দেখা যেতো।

লামিয়ার সহপাঠী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‌‘লামিয়া একজন প্রতিবাদী ও সংগ্রামী মেয়ে ছিল। সে অন্যায়-অপরাধের বিরুদ্ধে সবসময় সম্মুখ সারিতে থাকতো। কোটা আন্দোলনেও তার অতুলনীয় ভূমিকা ছিল।’

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী বলেন, ‘ওই ছাত্রীর এক সহপাঠীর ফোন পেয়ে আমরা বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা-মা কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেন। এসময় তাকে জানালায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখে তার বাবা-মা ও গৃহকর্মী।’

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ হাটহাজারী থানায় নিয়ে গেছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হবে।

চবি পুলিশ ফাঁড়ির আইসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি আত্মহত্যা মনে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সোহেল রানা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।