ভর্তিচ্ছুদের সহায়তায় ইবি ছাত্রশিবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় তথ্য ও সহায়তা বুথ বসিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, কাগজপত্র সংগ্রহ, রসিদ বিতরণ এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য সহায়তা দিচ্ছে সংগঠনটি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় সংগঠনটি মীর মোশাররফ হোসেন ভবন, বিজ্ঞান ভবন, ইবনে সিনা বিজ্ঞান ভবন, ব্যাবসায় প্রশাসন ভবন ও কলা ভবনে তথ্য ও সহায়তা বুথ বসিয়েছে। বুথে ৪ আগস্ট সকাল ৮টা থেকে সহায়তা শুরু হয়েছে। চলবে ৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

হাবিলুর রহমান নামের একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘আমি মাদারীপুর থেকে আইন বিভাগে ভর্তি হতে এসেছি। আসতে কিছুটা দেরি হওয়ায় বিভিন্ন কার্যক্রমে খুব দেরি হয়েছে। বিষয়টি ছাত্রশিবিরের হেল্প ডেস্কে জানালে তারা আমাকে অনেক সাহায্য করেছেন।’

ভর্তিচ্ছুদের সহায়তায় ইবি ছাত্রশিবির

ছাত্রশিবিরের সামাজিক বিজ্ঞান অনুষদের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি বলেন, ‘প্রত্যেকটি অনুষদ ও বিভাগে ভর্তিচ্ছুদের সহায়তায় হেল্প ডেস্ক বসানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, কাগজপত্র সংগ্রহ, রসিদ বিতরণ এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য সহায়তা করা হচ্ছে।’

শাখা সেক্রেটারি ইউসুব আলী বলেন, ছাত্র সমস্যার সমাধানে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। আগামীতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

ইরফান উল্লাহ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।