জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে সরলো শেখ মুজিবের ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ছবিটি সরিয়ে ফেলেন।

ছবি অপসারণের কারণ ব্যাখ্যা করে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, ‘শেখ মুজিব ছিলেন বাকশালের প্রবক্তা। তার ধারাবাহিকতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্রতীক কোনো ছবি রাখতে দেবো না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই ছবি অপসারণ করেছি।’

এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘শেখ মুজিবের ছবি রাখা বা অপসারণের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আমি সাংবিধানিক নীতিকে শ্রদ্ধা করি এবং তা অনুসরণ করার চেষ্টা করি। প্রশাসন বা উপাচার্যের নির্দেশনা ছাড়া আমি নিজে ছবি অপসারণ করতে পারি না। তবে শিক্ষার্থীরা যদি ছবি সরিয়ে ফেলে, সেটি তাদের সিদ্ধান্ত। আমি আইন ভঙ্গ করে কোনো পদক্ষেপ নেবো না।’

ঘটনা নিয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের মুখে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি নামানো হয়েছে। এর ধারাবাহিকতায় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষে টানানো ছবিটি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।

টিএইচকিউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।