শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি চলছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২২ অক্টোবর ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে একদল শিক্ষার্থী।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ‘প্রশাসন রিমেম্বার শাকসু ইন নভেম্বর’ ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’ ‘উই ওয়ান্ট শাকসু’ ‘নির্বাচন কমিশন গঠন করো- করতে হবে’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।

এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিজ কার্যালয়ে আলোচনার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেছেন।

এ সময় উপ-উপাচার্য বলেন, উপাচার্য স্যার ক্যাম্পাসের বাইরে আছেন আমি উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছি।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, যে প্রশাসন ৫ সদস্যর একটি নির্বাচন কমিশন গঠন করতে পারে না, তারা কিভাবে প্রশাসনের দায়িত্বে থাকতে পারেন। আপনারা প্রশাসনের দায়িত্বে থাকার অধিকার হারিয়ে ফেলছেন।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, আমরা গত এক বছরব্যাপী শাকসু দাবিতে প্রশাসনের সঙ্গে বসেছি। তবে শাকসু নির্বাচন নিয়ে এখনো শঙ্কা কাটছে না। আমরা শাকসুর রোডম্যাপ ছাড়া অবস্থান কর্মসূচি থেকে উঠবো না।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর শাকসুর রোডম্যাপ চেয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। আজ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এসএইচ জাহিদ/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।