জবির মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দফায় দফায় সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে, শান্ত চত্বরে ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের রুমের পাশে এ সংঘর্ষ হয়।

এক পর্যায়ে সমাধানের জন্য শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনের কক্ষে বসলেও ব্যর্থ হন। শিক্ষক রইছ উদ্দিনের উপস্থিতিতে ফের মারামারিতে জড়ায় উভয়পক্ষ।

জানা গেছে, সোমবার বাসে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে বাস গেলে উভয় বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ রুমে চলে যান। এরপর মঙ্গলবার সকালে এসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫-১৬ জন মার্কেটিং বিভাগের তিনজনের ওপর অতর্কিত হামলা হলে পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তিনবার সংঘর্ষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়েরর প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি সামাল দিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিনের কক্ষে নিয়ে বিষয়টা সমঝোতা করার এক পর্যায়ে যখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসে তখন করিডোরে আবার উভয় পক্ষের সংঘর্ষ হয়।

সমঝোতার সময় ভুক্তভোগী মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সামি উদ্দিন সাজিদের বলেন, ‘সোমবার সকাল ৭টার দিকে বাসে আমরা গল্প করছিলাম। সে সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (১৯ ব্যাচ) সাদি আমাদের সঙ্গে কথা বলার সময় বারবার ধমক দিয়ে কথা বলছিলেন। আমরা কেনো কথা বলছি এটা নিয়ে ধমকাতে থাকেন। তার সমস্যা হলে বলতে পারতেন, কিন্তু তার আচরণ অনেক উগ্র ছিল। আমরা বিনয়ের সঙ্গে বলেছিলাম, আপনি সুন্দরভাবে কথা বলুন। এতে তিনি উত্তেজিত হয়ে যান।’

‎‘পরে আমরা ভেবেছিলাম হয়তো রাগের মাথায় তিনি এমন কথা বলেছেন। কিন্তু পরে শুনলাম, বেলা ১১টার দিকে তিনি আমাদের খুঁজতে আসেন।’

তিনি বলেন, ‘‎এরপর আমি হলে গিয়ে জানতে পারি, তিনি আমার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আজ তিনি অনেককে সঙ্গে নিয়ে আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঝাপিয়ে পড়ে এবং মারধর শুরু করেন। তাদের আচরণ ও পরিকল্পিত আক্রমণের ধরন দেখে মনে হয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল।’

টিএইচকিউ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।