মভাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ১৩ নভেম্বর


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৮ নভেম্বর ২০১৬

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবর্তনকে ঘিরে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাবর্তনের দিন দুপুর ১টা ৫৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবর্তন প্যাভিলিয়নে পৌঁছাবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। স্বাগত বক্তব্য দেবেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

দ্বিতীয় সামাবর্তনে ৫টি অনুষদের মধ্যে ৪ টি অনুষদের ১২টি বিভাগের বিএস.সি.(সম্মান/ইঞ্জিনিয়ারিং), বিবিএ ও স্নাতকোত্তর পর্যায়ে ৫১ টি ব্যাচের ৯৮৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও ৪৯৯ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তরসহ মোট ১ হাজার ৪৮৬ জনকে ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য ২১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, সমাবর্তন একজন শিক্ষার্থীর জীবনে একটি স্মরণীয় দিন। সমাবর্তন অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সকল প্রস্তুতি শেষ হবে।

এদিকে, রাষ্ট্রপতির টাঙ্গাইল সফর উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মনোয়ারা বেগম, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, ডিজিএফআই কর্মকর্তা কর্নেল আরেফিন তালুকদার, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, র‌্যাব-১২ কম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী প্রমুখ বক্তব্য দেন। সভায় রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।