পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আজ


প্রকাশিত: ০২:৫৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আজ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাহফুজুর রহমান সবুজ জানান, ৩টি ইউনিটে মোট ১২ হাজার ৩৯ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। `এ` ইউনিটে ৫০৮ পদের বিপরীতে ৫ হাজার ৮৩১ জন, `বি` ইউনটে ৮৩ পদের বিপরীতে ১ হাজার ৯৯৭ জন ও `সি` ইউনিটে ৬৬ পদের বিপরীতে ৪ হাজার ২১১ জন পরীক্ষার্থী আবেদন করেছে।
 
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।