বিশ্ব গণিত সপ্তাহ উদযাপনে আদমজী কলেজ
গণিতের সৌন্দর্যকে যে উপলব্ধি করতে পেরেছে সে গণিতের পূজারী হয়েছে। আজকের দিনে নতুন প্রজন্মের কাছে গণিতের সৌন্দর্যকে পৌঁছে দেওয়া খুবই জরুরি। শনিবার সেই লক্ষ্যে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিশ্ব গণিত সপ্তাহ উপেক্ষে নেয়া হয়েছিল নানা কার্যক্রম।
গণিতের রহস্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে উদ্দ্যেগটি নিয়েছিল নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাব। উল্লেখ্য যে বিশ্ব গণিত সপ্তাহ, গণিত প্রেমীদের জন্য একটি আন্তর্জাতিক আয়োজন। প্রতিবছর ১৪ থেকে ২০ মার্চ এক সপ্তাহব্যাপী সারাবিশ্বে এই গণিত সপ্তাহ উদযাপন করা হয়। ১৪ই মার্চ বিশ্ব পাই দিবসে এই সপ্তাহ উদযাপন শুরু হয়।
শিক্ষার্থীদের মাঝে গণিতের সৌন্দর্য, আগ্রহ ও গুরুত্ব ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই আয়োজনের সূচনা। গণিতের ভয়কে জয় করে যুক্তি ও বিচার বুদ্ধির সাথে গণিতকে যুক্ত করে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলাই বিশ্ব গণিত সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আয়োজিত এই কার্যক্রমে ছিল ১৫টি ইভেন্টে। যার মাঝে ছিল গণিতসহ অন্যান্য বিষয়ক অলিম্পিয়াড, কুইজ, গণিতভিত্তিক নানা গল্প লেখার প্রতিযোগিতা। পুরো প্রোগ্রামটিতে স্পন্সর হিসেবে থেকে সহযোগিতা করেছে `অল টাইম`।
কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীসহ দেশের স্বনামধন্য ৩০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। ১৯ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য উপস্থিত থাকবেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাবের মডারেটর মিজানুর রহমানের তত্ত্বাবধায়নে এবং কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরীর বিশেষ সহায়তায় পুরো প্রোগ্রামটি পরিচালিত হয়। প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের সমাবেশ গড়ে উঠে কলেজ প্রাঙ্গণটিতে।
তো ইচ্ছে করলে যে কেউ একা একা এই কার্যক্রমে অংশ নিতে পারেন। যেমন এই সপ্তাহে কোনো ক্যালকুলেটর ব্যবহার না করে কিংবা #WMW2015 হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্ব গণিত সপ্তাহ উপলক্ষ্যে সামাজিক মাধ্যমগুলোতে কিছু শেয়ার করে, জানিয়েছে বিশ্ব গণিত সপ্তাহের অফিশিয়াল ওয়েবসাইটটি (http://worldmathweek.org)।
বিএ/পিআর