কৃষি গবেষণায় বাকৃবি অধ্যাপকের আন্তর্জাতিক পুরস্কার লাভ


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৬ মার্চ ২০১৫

কৃষি গবেষণা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অস্ট্রেলিয়ার সম্মানজনক জন ডিলন ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক।

সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্ট হাউসে জন ডিলন ফেলোশিপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ অধ্যাপক ড. লুৎফুল হাসানের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন।

এসএইচএই/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।