চার মাস পর খুলে দেয়া হলো রোকেয়া বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২২ মার্চ ২০১৫

দীর্ঘ চার মাস পর খুলে দেয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রোববার বেলা সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে  বিশ্বিবিদ্যালয় প্রশাসন ভবনের তালা খুলে দেয়া হয়।

চারমাস থেকে বিভিন্ন দাবিতে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করে আসছিল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের একাংশ। এর ফলে বন্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

উপাচার্য ড. একে এম নুর-উন-নবী বলেন, শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। সোমবার থেকে ক্লাস শুরু হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে প্রশাসন ভবনের তালা খুলে দেয়ায়  ক্ষোভ প্রকাশ করেন আন্দোলরত শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, চার মাস আগে বিভিন্ন দাবি আদায়ের জন্য  আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনে ভবনে তালা লাগিয়ে দে। পরে তারা এক দফা এক দাবিতে উপাচার্যের পদত্যাগও দাবি করে। এ সংকট নিরসনে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য এইচ. এম আশিকুর রহমান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর সাথে কয়েকদফা আলোচনায় বসে বিবাদমান দুই পক্ষ। এতেও কোনও সমাধান না হওয়ায় তালা ভেঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।