হাবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৫ মার্চ ২০১৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী ‘স্টকহোল্ডার ট্রেনিং ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসিউরেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও শাখা হতে মোট ৯০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী অংশ নেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি), হাবিপ্রবির পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান। অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করেন গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ট্রেজারার মো. রকিবউদ্দিন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।