উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন ২২ এপ্রিল


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন আগামী ২২ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে গাজীপুর ক্যাম্পাসে। চ্যান্সেলরের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার গ্র্যাজুয়েট এবারের সমাবর্তনে অংশ নেবে। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসব আমেজ বিরাজ করছে।

দেশজুড়ে গ্র্যাজুয়েটগণ মূল ক্যাম্পাসে সমাবর্তনে অংশ নেবার জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।