গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের ফের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৯ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেতে ফের আন্দোলনে নেমেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পৌনে ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে নিউমার্কেট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গেট ও পলাশী হয়ে পুনরায় ক্যাম্পাসে ফেরেন তারা।

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতির দাবি জানান।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেতে তারা এ আন্দোলন করছেন। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এর আগে একই দাবিতে টানা কয়েকদিন সড়ক অবরোধ ও বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

এমএইচ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।