গার্হস্থ্য অর্থনীতির বিরুদ্ধে রাস্তায় নামছেন ঢাবির শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৩:২০ এএম, ১৬ মার্চ ২০১৭
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রীদের চলমান আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টি ও ঢাবির দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজ রাস্তায় নামবেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধন করবেন ঢাবির শিক্ষার্থীরা।

মানববন্ধনের ডাক দিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন ঢাবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা ‘বাড়াবাড়ি’ করছে। তারা আন্দোলন করবেন ঠিক আছে, তাই বলে জনদুর্ভোগ সৃষ্টি এবং ঢাবির দুই ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে হবে?’

উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বেশ কয়েকজন ছাত্রী ক্যাম্পাস থেকে হলে ফেরার পথে তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনকারীরা।

ঘটনার শিকার ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রী নাঈমা খাতুন জাগো নিউজকে বলেন, আমরা ক্যাম্পাস থেকে ফেরার সময় তারা পথ বন্ধ করে দেন এবং আমাদের লাঞ্ছিত করেন। তাই বৃহস্পতিবার আমরা মানববন্ধনের মাধ্যমে এর প্রতিবাদ জানাব।

এমএইচ/এমএমজেড/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।