সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আন্দোলনের হুঁশিয়ারি


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত কালের কণ্ঠের প্রতিনিধিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দায়ের করা মিথ্যা মামলায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের তিনটি সংগঠন পৃথক বিবৃতিতে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গত ১৯ এপ্রিল রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গত ১৭ এপ্রিল কালের কণ্ঠের প্রথম পাতায় ‘আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে এ মামলা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ভারপ্রাপ্ত সভাপতি সুজন নাজির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৬ এপ্রিল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাবি উপাচার্যের দফতরে ঢুকে উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের রাবি প্রতিনিধিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই মামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা গত ২০ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং এ মামলা প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার আল্টিমেটামের সময় অতিক্রম হলেও মামলা প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ সাইফ ও সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কালের কণ্ঠের সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম রাহমান ও সাধারণ সম্পাদক আলী রমজান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সত্য প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা ন্যাক্কারজনক ঘটনা। এভাবে মামলা-হামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।