জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে ঢাবি ছাত্রলীগের পদ প্রত্যাশীদের


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৬ জুন ২০১৫

আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল। সংগঠনটির ১০১টি জেলা শাখার মধ্যে অপেক্ষাকৃত বৃহত্তম শাখাটির কাউন্সিলকে কেন্দ্র করে চলছে নানান প্রস্তুতি।

এদিকে শনিবার সকালে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে আগামী ৮ ও ৯ জুন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে এনায়েত হোসেন রেজা ও নিলাদ্রী পাই পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তের সঙ্গে এসএসসি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের মূল সনদের ফটোকপি ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র প্রমাণের কপি জমা দিতে বলা হয়েছে।

সোম ও মঙ্গলবার প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা নেওয়া হবে।

এমএইচ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।