ইবি কর্মচারীর নাক ফাটালো আনসার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের এক এমএলএসকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে এক আনসার সদস্য। রোববার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় বিজ্ঞান অনুষদ ভবেনর সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্বিতীয় বিজ্ঞান অনুষদের সামনে চারটি খাবারের হোটেল ও তিনটি চায়ের দোকান রয়েছে। পরিবেশ ভালো রাখার স্বার্থে শনিবার এসব দোকানে কাঠের চুলার পরিবর্তে গ্যাস অথবা তেলের চুলা ব্যবহারের মৌখিক নির্শেদ দেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
রোববার সকালে ওই আনসার সদস্য ওইসব দোকনে কাঠের চুলা ব্যাবহারে নিষেধ করেন। এনিয়ে সেখানে উপস্থিত স্টেট অফিসের এমএলএস (কর্মচারী) মিন্টু মিয়ার সঙ্গে ওই আনসার সদস্যের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনসার সদস্য জুয়েল ওই কর্মচারীকে বেশ কয়েকটি ঘুষি মেরে দৌড়ে পালিয়ে যায়। এতে ওই কর্মচারীর নাক ফেটে যায়। পরে উপস্থিত কর্মচারীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি প্রক্টর স্যার মিমাংসা করে দিয়েছেন। বাকি বিষয়ে প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, কর্মচারী মিন্টুর সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ওই আনসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস