শাবি থেকে ৯ বহিরাগত আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৫ আগস্ট ২০১৮

রাজধানীর জিগাতলায় শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডাকা ধর্মঘটে চলাকালে ক্যাম্পাস থেকে ৯ বহিরাগতকে আটক করে পুলিশের দিয়েছেন প্রক্টর ও ছাত্রলীগ নেতারা।

রোববার সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টির মাঝেই বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি একই সময় ছাত্রলীগও গেটে অবস্থান নেয়। প্রথম দিকে জুনিয়র কর্মীরা আন্দোলনকারীদের বাধা দিলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘এ আন্দোলনের দাবি যৌক্তিক। আমরা পাশে আছি। তবে বিশৃঙ্খলা করা যাবে না। কেউ ক্লাস করতে চাইলে বাধা দেয়া যাবে না।’

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল মেইন গেট থেকে শুরু হয়ে গোল চত্বর এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সাংষ্কৃতিক জোটের সমন্বয়ক জুয়েল রানা জানান, আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

যোগাযোগ করা হলে জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সন্দেহভাজন ৯ জন বহিরাগতকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর জহির উদ্দীন আহমেদ বলেন, নিরাপদ সড়কের দাবি সারা বাংলার আপামর জনতার দাবি। কিন্তু কিছু দাবি বাস্তবায়নে সময় প্রয়োজন।

আটকদের বিষয়ে তিনি বলেন, যাদের ধরা হয়েছে তারা বহিরাগত। বাইরে থেকে এসে কেউ কেউ ছবি তুলছিল ও ভিডিও করছিল।

আব্দুল্লাহ আল মনসুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।