বাংলাদেশের বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় মধুর ক্যান্টিনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মিছিলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তাদের করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। মিছিল থেকে ‘যুবদের বিশ্ব জয়/শেখ হাসিনার বিশ্বজয়’, ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা, মেঘনা, যমুনা, ‘আমি কে তুমি কে/বাঙালি বাঙালি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আমার নেত্রী, তোমার নেত্রী/শেখ হাসিনা, শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।
ক্রিকেটে বাংলাদেশের এই জয়কে মুজিবর্ষের প্রথম প্রাপ্তি হিসেবে মনে করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের যুবাদের এই বিজয় বাংলাদেশের অনেক বড় অর্জন। মুজিববর্ষের শুরুতে এমন একটি বিজয় ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য সত্যিই অনেক আনন্দদায়ক। বাংলাদেশ সবকিছুতেই এইভাবে জয়ী হোক এটা আমরা চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ শুধু ক্রিকেটেই নয়, এখন সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্বজয় করবে।
আল সাদী/এমএসএইচ/এমকেএইচ