শাবির পরিবহন পুলে যুক্ত এসি বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মকর্তাদের জন্য নতুন একটি এসি বাস যুক্ত করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ’দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বাস যুক্ত করেছি। বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের যাতায়াতের সুবিধার্থে ভবিষ্যতে নতুন করে আরো বাস সংযুক্ত করা হবে।’

এছাড়াও ভবিষ্যতে বাসের অবস্থান এবং গতিবিধি জানতে ‘বাস ট্র্যাকিং’ অ্যাপস থাকবে যার মাধ্যমে একইসাথে বাস এবং চালকের অবস্থানও জানা যাবে।

অধ্যাপক ফরিদ বলেন, ‘সুশাসন ও জবাবদিহিতার ক্ষেত্রে কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নিরলস কাজ করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা। এক্ষেত্রে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। নিয়মের মধ্যে থেকে যেকোন যৌক্তিক দাবি পূরণে আপনাদের পাশে আমি থাকবো ‘

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো আখতারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, শাবি কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

মোয়াজ্জেম আফরান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।