কার্জন হল এলাকায় হামলাকারীরা সাময়িক বহিষ্কার


প্রকাশিত: ০৪:১২ এএম, ১০ নভেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসা দুই ভাগ্নী ও মামার ওপর হামলাকারী চিহ্নিত চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

তিনি বলেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষাথীরা হলেন-উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম। সবাই প্রথমবর্ষের শিক্ষার্থী। শহীদুল্লাহ হলের ছাত্র।

প্রসঙ্গত, গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ কানাডা প্রবাসী এক ভাগ্নী ও মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মরত আরেক ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসলে শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী তাদেরকে মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এই ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতনামা চারজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে। পরে শুক্রবার এদেরকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় গঠিত ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।