বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ খুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২১

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের কাছ থেকে ডোনেশন নিয়ে এরই মধ্যে ১৯টি সিলিন্ডার কেনা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় ১৫টি সিলিন্ডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ও চারটি সিলিন্ডার বিশ্ববিদ্যালয়ের দু’টি ছাত্র সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষক সমিতির পক্ষে সভাপতি ড. ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাত সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। শিক্ষকদের পক্ষে সিলিন্ডার গ্রহণ করেন উপাচার্য ও উপ-উপাচার্য। এছাড়া ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন বাঁধন ও রোটারেক্ট ক্লাবের সদস্যরা সিলিন্ডার গ্রহণ করেন।

এদিকে, শিক্ষক সমিতির মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্র সংগঠনের সদস্যরাও।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাত বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক মানবিক এ উদ্যোগে আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।