করোনায় গর্ভের সন্তানসহ শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) গর্ভের সন্তানসহ সৈয়দা ইয়াছমুন্নাহার অনি নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় মহাখালীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (১৬ আগস্ট) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সহপাঠী স্বপন নুর সিদ্দিকী।

তিনি জানান, করোনা পজিটিভ হওয়ার ১৭তম দিনে মহাখালীর ইমপালস হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানাজা শেষে তাকে বাসাবোতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অনির বাবার বাড়ি মৌলভীবাজার জেলায় এবং শ্বশুরবাড়ি ঢাকার বাসাবোতে। তার একটি ছেলেসন্তান রয়েছে।

মোয়াজ্জেম আফরান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।