জবিতে সশরীরে পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ অক্টোবর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব বিভাগ ও ইনস্টিটিউটের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবার (৭ অক্টোবর) শুরু হয়েছে। শিক্ষার্থীরা সশরীরে এ পরীক্ষায় অংশ নিয়েছেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষা চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

পরীক্ষার হল পরিদর্শন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর প্রমুখ।

রায়হান আহমেদ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।