শাবিপ্রবিতে খুলছে হল, শুরু হচ্ছে সশরীরে ক্লাস
করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হচ্ছে সশরীরে ক্লাস। আগামী ২ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে সশরীরে পাঠদান শুরু হবে। তবে এর আগেই আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আর ২৫ অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে এর আগে আবাসিক শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনা প্রতিরোধী টিকাগ্রহণ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে শিক্ষার্থীদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান উপাচার্য।
আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ওইদিন হলে প্রবেশ করতে পারবেন স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর স্নাতক চতুর্ষ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষ এবং ২৯ অক্টোবর প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
মোয়াজ্জেম আফরান/এমকেআর