কুয়েটে সশরীরে ক্লাস শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৪ অক্টোবর ২০২১
ফাইল ছবি

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৫ অক্টোবর) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

এর আগে, শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার পরই হলে উঠতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকাকার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারছেন।

আগামী শুক্রবার (৫ নভেম্বর) থেকে সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন এবং ৭ নভেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

এদিকে সশরীরে ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। দেড় বছরের বেশি সময় পর ক্যাম্পাসে আসতে পেরে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত ভাব লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের পদচারণায় আবারও মুখরিত হয়েছে কুয়েট ক্যাম্পাস।

তিনি আরও বলেন, করোনার কারণে দেশের অন্যান্য শিক্ষার্থীদের মতো আমাদের শিক্ষার্থীদেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন লেখাপড়ায় মনোযোগের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

আলমগীর হান্নান/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।