শাবিপ্রবির মেডিকেল সেন্টারে প্রথম ডোজ টিকা সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৭১৭ শিক্ষার্থী।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় এ কার্যক্রম সম্পন্ন হয়। সরকারি নির্দেশে ক্যাম্পাস থেকে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের কার্যক্রম যথাসময়ে চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ।
মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, প্রথম ডোজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সাড়া দিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট। দ্বিতীয় ডোজের কার্যক্রম যথাসময়ে চালু হবে।
এর আগে গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রথমদিন ১৯৫, ১৭ অক্টোবর ১৫৬, ১৮ অক্টোবর ২৮২, ১৯ অক্টোবর ২৩২, ২১ অক্টোবর ২৩৬, ২৫ অক্টোবর ২২৪, ২৬ অক্টোবর ১৯৪ ও ২৭ অক্টোবর ১৯৮ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নেন।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করতে হবে। টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস বা হলে উঠতে পারবেন না।
মোয়াজ্জেম আফরান/এএইচ/জিকেএস