‘হিমেল’ নাম পাচ্ছে রাবির সেই বিজ্ঞানভবন, করা হবে স্মৃতিফলক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
মাহমুদ হাবিব হিমেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একটি বিজ্ঞানভবনের নামকরণ করা হবে। সেই সঙ্গে হিমেলের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের ভেতরেই ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।

তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন হিমেল।

এ ঘটনার পর বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন সহপাঠীরা। সেই সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন হিমেলের দাফন শেষে সাবাশ বাংলাদেশ চত্বরে তাদের নিয়ে বসবেন এবং তাদের দাবিগুলো শুনবেন। কথা অনুযায়ী বুধবার বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করতে সাবাশ বাংলাদেশ চত্বরে মিলিত হন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল হিমেল যে ভবনের নির্মাণকাজে ব্যবহৃত ট্রাকে পিষ্ট হয়ে মারা যান সেই ভবনের নামকরণ তার নামেই করতে হবে।

jagonews24

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাদের এই দাবি মেনে নিয়ে বলেন, ‘আমরা হিমেলের নামেই বিজ্ঞানভবনটির নামকরণ করবো আর তার স্মরণে চিরস্থায়ী একটি স্মৃতিফলক নির্মাণ করবো।’

শিক্ষার্থীদের দাবিগুলো ছিল-

১. নিহত হিমেলের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান
২. আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা
৩. হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞানভবনের নামকরণ করা
৪. রাস্তা মেরামত করে কনস্ট্রাকশনের কাজ শুরু করা
৫. সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা ও বহিরাগতের সম্পূর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা
৬. কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ করা
৭. রাকসু নির্বাচন নিশ্চিত করা এবং
৮. বোটানিক্যাল গার্ডেনের ভেতরে রাস্তা মেরামত করে কাজ চালু করা।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।