এক কেজি চালের পোলাওয়ের সঙ্গে আস্ত মুরগি খেয়ে সেরা মোহাইমিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে সেরা খাদক প্রতিযোগিতা। এতে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল মোহাইমিনুর নূর। তিনি আধা ঘণ্টায় নির্ধারিত খাবার শেষ করেন।
শনিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী আব্দুল মোহাইমিনুর নূরকে সেরা খাদকের পুরস্কার ট্রফি দেওয়া হয়।
মোহাইমিনুর নূরের সঙ্গে খাদক প্রতিযোগিতায় আরও অংশ নেন পরিসংখ্যান বিভাগের রাহাতুল ইসলাম ও বাংলা বিভাগের শুভ আহমেদ সাকিব। প্রত্যেকের জন্য এক কেজি চালের পোলাও, এক কেজি মুরগি ও এক থেকে দেড় লিটার কোমল পানীয় ছিল।
বিজয়ী আব্দুল মোহাইমিন বলেন, ‘প্রথমবারের মতো এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে পেরে অনেক ভালো লাগছে। বংশগতভাবেই আমরা ভোজনরসিক। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। আমার বন্ধুরা এখানে এসে সাপোর্ট করেছে, তাদের জন্যও ভালোবাসা।’
প্রতিযোগিতাটি আয়োজন করেছেন দি কুকস বিজনেস ইউটিউব চ্যানেলের কর্ণধার চবি শিক্ষার্থী আজহারুল ইসলাম আশিক। তিনি বলেন, শতাধিক আগ্রহীদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজন খাদককে বাছাই করা হয়। সবার আগে খাবারগুলো শেষ করে বিজয়ী হয়েছেন আব্দুল মোহাইমিনুর নূর। তাকে সেরা খাদকের পুরস্কার হিসেবে একটি ট্রফি দেওয়া হয়।’
রোকনুজ্জামান/এসজে/এমএস