মুক্তিযুদ্ধের চেতনায় শ্রেণিকক্ষের অভিনব নামকরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পাঁচটি শ্রেণিকক্ষ বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেজুয়ান শুভ্র ব্যতিক্রমী এ উদ্যোগ নেন।

জয় বাংলা, একুশ, একাত্তর, স্বাধীনতা ও কল-রেডি নামে শ্রেণিকক্ষগুলোর নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় শেণিকক্ষের নামকরণে শিক্ষার্থীরাও খুশি।

ওই বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুল হাসান শান্তর জানান, রেজুয়ান আহমেদ শুভ্র স্যারের উদ্যোগ এটি। একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে ক্লাসরুমের নামকরণ প্রশংসাযোগ্য।

সিয়াম হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, মুক্তিযুদ্ধের কথা স্মরণীয় করে রাখকে একটি শ্রেণিকক্ষের নামকরণ করা হয়েছে জয় বাংলা। বিষয়টি অনুভবের বিষয়।

এ বিষয়ে রেজুয়ান আহমেদ শুভ্র বলেন, এ পাঁচটি শব্দে পুরো বাংলাদেশকে বর্ণনা করা যায়। এ শব্দগুলোর বাংলাদেশ ও বাঙালির ইতিহাসের সঙ্গে সরাসরি সংযুক্ত। এটি যেমন বাংলাদেশকে নিয়ে পাঁচ শব্দের ছোট গল্প ঠিক অন্যদিকে এ শব্দগুলোর মধ্যদিয়েই একজন শিক্ষার্থী নিজের মধ্যে এগুলোর আদর্শ ও চেতনা বহন করতে পারবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।