‘ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হলে দেশ শ্রীলঙ্কার মতো হতো’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ আগস্ট ২০২২
সভায় বক্তব্য দিচ্ছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত

ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হলে দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতো বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

তিনি বলেন, বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিবিদদের প্রথম শ্ৰেণীর মর্যাদা দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কৃষিকে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এ দেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুও ততদিন অমর থাকবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে শহীদ নাজমুল আহসান হল সংলগ্ন খেলার মাঠ ওই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে কৃষিবিদ শাকিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন , শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর এবং ছাত্রলীগের সহ-সভাপতি কৃষিবিদ তারিকুল ইসলাম খান লিমন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নুরুল হায়দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।