নদীর পানি শুকিয়ে যেতে পারে কিন্তু বঙ্গবন্ধু চিরঞ্জীব: শামীম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। একটি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনি। নদীর পানি শুকিয়ে যেতে পারে কিন্তু জাতির পিতা সারাজীবন মানুষের হৃদয়ে জেগে থাকবেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভোলেনি। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিল। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে। বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।
শামীম আরও বলেন, বিএনপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই নির্বাচনে আসবে। আর এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। কেন-না এখনো একাত্তরের পরাজিত শক্তির চক্রান্ত চলছে। আমরা সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনবো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাইফউদ্দিন বাবু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
এসজে/এএসএম