খুবির অপরাজিতা হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিহা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩০ আগস্ট ২০২২
নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. সাবিহা সুলতানা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মোসা. সাবিহা সুলতানা।

মঙ্গলবার (৩০ আগস্ট) কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অপরাজিতা হলের প্রাধ্যক্ষ রহিমা নুশরাত রিম্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য অধ্যাপক সাবিহা সুলতানাকে ওই হলের প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলো।

১৬ আগস্ট রাতে ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ বডির বাজে আচরণ এবং হুমকিরও প্রতিবাদ জানান। প্রায় চার ঘণ্টা আন্দোলনের পরে রাত ২টার দিকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয় হল কর্তৃপক্ষ।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।