বাকৃবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবিপ্রবি প্রেস ক্লাবের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ৩০ আগস্ট ২০২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেস ক্লাব।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এ হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি যা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই।

২৭ আগস্ট রাতে বাকৃবির শাহজালাল হলে র‌্যাগিংয়ের ঘটনা সমাধান করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা অপদস্থ ও অবরুদ্ধের শিকার হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রিজওয়ানুল হক (কনক)। এ সময় ওই হলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথমে হেনস্তার শিকার হন ঢাকা পোস্টের প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি ইফতে খাইরুল ইসলাম সৈকত এবং ক্যাম্পাস লাইভ২৪.কম-এর প্রতিনিধি রায়হান আবিদ। এরপর বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা করা হয়।

বিষয়টি সুরাহা হলেও পরবর্তীতে রাত ১টার দিকে সাংবাদিকরা শাহজালাল হল থেকে নিজ নিজ হলের উদ্দেশ্যে বের হলে ৮-১০ জন ওই তিন সাংবাদিক ও দৈনিক এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।