রাষ্ট্রপতি হতে জিয়াউর রহমানের লোলুপ দৃষ্টি ছিল: রাসিক মেয়র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৩ নভেম্বর ২০২২

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার জন্য জিয়াউর রহমানের লোলুপ দৃষ্টি ছিল। এজন্যই তিনি বাংলার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম হত্যাকাণ্ড চালিয়েছিলেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা কখনোই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

jagonews24

মেয়র আরও বলেন, একজন কামরুজ্জামান যিনি ব্যক্তিজীবনে অত্যন্ত নির্লোভ মানুষ ছিলেন। জাতীয় চার নেতার মধ্যে অদ্ভুত ধরনের চারিত্রিক মিল ছিল। আমি সবার জীবনী সম্পর্কে তাদের সন্তানদের কাছ থেকে শুনেছি। সিমলা চুক্তির পর পাকিস্তান যাদের ফিরিয়ে নেয় তাদের আর চাকরিতে রাখা হয়নি। এটাই নিয়ম যে পরাজিত কাউকে মূল কাঠামোতে রাখা যায় না।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধক্ষ্য অধ্যাপক মো. অবায়দুর রহমান।

মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।