শেকৃবির দ্বিতীয় ফটকে অসহনীয় যানজট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) দ্বিতীয় ফটকে প্রতিনিয়তই লেগে থাকে দীর্ঘ যানজট। ফটকের গা ঘেষে রয়েছে ছাত্রদের নবাব সিরাজউদ্দৌলা হল। তীব্র যানজট ও শব্দ দূষণে ভোগান্তিতে রয়েছে এ হলের শিক্ষার্থীরা।
দীর্ঘদিনের অভিযোগ প্রতিদিন সকালের যানজট ও তীব্র শব্দ দূষণে রুমে থেকে পড়াশোনা করতে পারছেন না হলের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সময়ে মাথাব্যথাসহ শব্দ দূষণের নানা উপসর্গ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। একাধিকবার গণমাধ্যমে বিষয়টি আসলেও এড়িয়ে যাচ্ছেন প্রশাসন।
আরও পড়ুন: সেশনজট কমাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার সময়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে গিয়ে দেখা যায়, আগারগাঁও এর র্যাব অফিস থেকে দ্বিতীয় ফটক হয়ে পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও। ধীর গতিতে গাড়ি চললেও সব গাড়ির হর্নে তীব্র শব্দ দূষণের সৃষ্টি হয়েছে। এতে করে পড়াশোনার ব্যাঘাত ঘটছে নবাব হলের শিক্ষার্থীদের। এছাড়াও দ্বিতীয় ফটক পার হয়ে দোকানে যেতেও পড়তে হচ্ছে ভোগান্তি। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়িও বাইরে যেতে পারছে না আনসার সদস্যদের সহযোগিতা ছাড়া।

বিশ্ববিদ্যালয়ের নবাব হলের শিক্ষার্থী আরাফাত জাগো নিউজকে বলেন, আজকে সকাল ১০টায় পরীক্ষা। আর এদিকে রাস্তায় ৯টা থেকেই শুরু হয়ে যায় হর্নের শব্দ। শব্দ দূষণে ঠিকমতো রিভিশনই দিতে পারছি না। প্রতিদিনই এমন হয়।
আরও পড়ুন: শীতার্তদের পাশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘আলোকিত মানুষ’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড হারুন-উর-রশিদ জাগো নিউজকে বলেন, যানজট যদিও দ্বিতীয় ফটকে তবে তা বিশ্ববিদ্যালয়ের বাহিরে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। আমরা সর্বোচ্চ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিতে পারি ট্রাফিক বিভাগে।
তাসনিম আহমেদ তানিম/জেএস/জেআইএম