বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ম সমাবর্তন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবর্তন উপলক্ষে সকালে ক্যাম্পাসে স্নাতক ডিগ্রিধারীরা গাউন, ক্যাপ ও হুড পরে দল বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করে। বেলা সাড়ে ১১টার দিকে অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর উপাচার্যের শোভাযাত্রা স্টেডিয়ামে প্রবেশ করে। দুপুর ১২টায় মহামান্য চ্যান্সেলরের পক্ষ থেকে কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক সমাবর্তনের উদ্বোধন করেন। অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু আমি মনে করি মানুষ চাইলে তার স্বপ্নের থেকেও বড় হতে পারে। দেশের জন্য বঙ্গবন্ধু অসম্ভব শ্রম দিয়েছেন। দেশকে নিয়ে ছিল তার স্বপ্ন। সে স্বপ্ন পূরণে দেশের অদ্য প্রান্তেও ছুটে গিয়েছিলেন।
কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু কৃষি বিল্পবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
সমাবর্তনে ৬ হাজার ৫২১ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। যার মধ্যে ৫৬ জন পিএইচডি, এক হাজার ৫১৯ জন স্নাতকোত্তর ও চার হাজার ৯৪৬ জন স্নাতক শিক্ষার্থী। বাকৃবির ৮ম সমাবর্তনে ২০১ জন স্বর্ণপদক পেয়েছেন। যার মধ্যে স্নাতকোত্তর ১৮৩ জন এবং স্নাতক ১৮ জন শিক্ষার্থী।
আরএইচ/জেআইএম