সোনারগাঁও ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

jagonews24

‘বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে বায়ান্নের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রথম ধাপে ১০ জন শিক্ষার্থীকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। তাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। এতে প্রথম হয়েছেন ইয়ানূর ঝুমকী। দ্বিতীয় হয়েছেণ নুসরাত জাহান বৃষ্টি ও তৃতীয় হন জিনিয়া পারভীন।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক মো. আল-আমিন মোল্লা।

jagonews24

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ মাবুদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম।

এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।