জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
লিখিত আশ্বাসে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

গণরুম বিলুপ্তিকরণে কমিটি গঠন ও সাতদিনের মধ্যে কমিটির কার্যক্রম দৃশ্যমান করার লিখিত আশ্বাসে প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৫ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম অবরোধস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেন। লিখিত আশ্বাসে উপাচার্যের সম্মতিতে স্বাক্ষর করেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।
আরও পড়ুন: গণরুম উচ্ছেদসহ তিনদফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ
লিখিত আশ্বাসে উল্লেখ করা হয়, ‘আগামীকালের মধ্যে উপাচার্য প্রভোস্ট কমিটির মিটিং এবং গণরুম বিলোপ কমিটি গঠন করবেন। কমিটি হল প্রভোস্ট এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে গণরুম সংকট সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন। সাতদিনের মধ্যে কমিটি গণরুম সংকট নিরসনে একটি দৃশ্যমান রোডম্যাপ তৈরি ও বাস্তবায়নে উদ্যোগ নেবে।’
উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘এ বিষয়ে আগামীকাল হল প্রভোস্টদের নিয়ে মিটিংয়ে বসবো। গণরুম ব্যবস্থা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।’
এর আগে সকাল ৯টা থেকে তিনদফা দাবিতে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মাহবুব সরদার/আরএইচ/জিকেএস