বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
শৌচাগারে ছাত্রীর ভিডিও ধারণ, চাকরি হারালেন ইলেকট্রিশিয়ান

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণের সময় আটক হয়েছেন এখলাস নামে অস্থায়ী এক ইলেকট্রিশিয়ান। ঘটনার পর তাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীদের শৌচাগারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ধরা খাওয়ার পর অন্য শিক্ষার্থীদের জেরার মুখে হাতে থাকা ব্যক্তিগত মোবাইল দিতে বাধ্য হন এখলাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপ্রীতিকরভাবে তোলা ছাত্রীদের ফুটেজও তার মোবাইল ফোনে পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মশিউর রহমান খান জাগো নিউজকে বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির সভায় ওই কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা থানায় লিখিত অভিযোগ দেবো। পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তৎপর থাকবো।
এসজে/এমএস