ইবিতে ব্যাচ ডের অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যাচ ডের অনুষ্ঠানে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বুধবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন প্রক্টর শাহাদাত হোসেন আজাদ।
একাধিক শিক্ষার্থী জানান, ব্যাচ ডে তে টি-শার্ট ও রঙ বিতরণকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপ। পরে উভয় গ্রুপের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার যৌথ সভা বসে। সভায় অবতরণিকা উৎসবে হামলার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: গুচ্ছের বিপক্ষে এখনো অনড় শিক্ষকরা
এতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলমকে আহ্বায়ক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু।
গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সব বিভাগের শিক্ষার্থীরা মিলে বাংলা মঞ্চে অবতরণিকা উৎসব (ব্যাচ ডে) পালন করে। এ সময় টি-শার্ট বিতরণকে কেন্দ্র ব্যবস্থাপনা বিভাগের তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকসহ মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রানা আহমেদ অভি, মুশফিকুর রহমান এবং সাব্বির শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়।
রুমি নোমান/আরএইচ/এএসএম