রমজানে মাসব্যাপী কোরআন শিক্ষার আসর, প্রশংসায় ভাসছে জাবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৩ মার্চ ২০২৩

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করবেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল।

ফজিলতপূর্ণ এ মাসে শাখা ছাত্রলীগের বিশেষ এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র আবু আল কাওসার বলেন, ‘মাসব্যাপী কোরআন শেখানোর উদ্যোগ নেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ খুব একটা চোখে পড়ে না। আশা করি শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি এ আয়োজনের মধ্যদিয়ে কোরআন পড়া শিখতে সক্ষম হবেন।’

এ বিষয়ে জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কোরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সহিহ-শুদ্ধভাবে শিক্ষার্থীরা যাতে কোরআন পড়া শিখতে পারেন সেজন্য এ আয়োজন।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সুশিক্ষা থাকলে তারা মাদক ও জঙ্গিবাদের মতো অপরাধে জড়িয়ে পড়বেন না। সুস্থ জ্ঞানচর্চায় ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি জাগ্রত করবে।’

গত রমজানেও মাসব্যাপী কোরআন শিক্ষা এবং মওলানা ভাসানী হল মসজিদে খতম তারাবি আয়োজন করে শাখা ছাত্রলীগ। সেসময় উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ করা হয়।

এমএএইচএস

মাহবুব সরদার/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।