এআইইউবিতে চলচ্চিত্র ও তথ্যচিত্র বিষয়ে কর্মশালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া ও গণযোগাযোগ বিভাগে চলচ্চিত্র ও তথ্যচিত্রের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চলচ্চিত্র ও তথ্যচিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. এবিএম রহমতুল্লাহ, মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, জনসংযোগ বিভাগের কর্মকর্তা এ এম আকন্দ তুহিনসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।

এমএমসি কোর্সের অংশ হিসেবে এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন এমএমসি বিভাগের শিক্ষক নিয়াজ মজুমদার। আলোচনা শেষে তানভীর মোকাম্মেল ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।