ইন্টারন্যাশনাল গ্রিন গাউন অ্যাওয়ার্ডসের চূড়ান্ত পর্বে এআইইউবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১১ মে ২০২৩

জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্রিন গাউন অ্যাওয়ার্ড ২০২৩-এর ১১টি বিভাগের মধ্যে চারটি বিভাগের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

এআইইউবি ২০২২-এ দুটি ভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছিল। ২০২৩ সালে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ২০৩০ ক্লাইমেট অ্যাকশন, বেনিফিটিং সোসাইটি, ক্রিয়েটিং ইমপ্যাক্ট, নেক্স্ট জেনারেশন লার্নিং অ্যান্ড স্কিল্স এই চারটি বিভাগে এআইইউবি চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে। ইন্টারন্যাশনাল গ্রিন গাউন অ্যাওয়ার্ড সারাবিশ্বের বিশ্ববিদ্যালয় বা কলেজসমূহের জন্য উন্মুক্ত।

জাতিসংঘের বৈশ্বিক লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক গ্রিন গাউন অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের উদ্যোগসমূহকে স্বীকৃতি দিয়ে আসছে।

বিজয়ীদের নামের তালিকা আগামী ১৭ জুলাই টেকসই উন্নয়ন সম্পর্কিত জাতিসংঘের উচ্চ ফোরামে ঘোষণা করা হবে। এবারের চূড়ান্ত পর্বে বিশ্বের ২৫টি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।