চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩১ মে ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শাটলের ছাদে উঠতে গিয়ে ওই যুবক ব্যালেন্স হারিয়ে পড়ে যান এবং হাত কাটা পড়ে।

বুধবার (৩১ মে) শহরগামী দেড়টার শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইয়াছিন। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর ৪ নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাটল ট্রেনটি চৌধুরী হাট স্টেশনে পৌঁছালে ওই যুবক দুই বগির সংযোগস্থল দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেন ছেড়ে দিলে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার বাম হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে কাছের ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে যান।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) পাঠিয়ে দেন। চমেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জাগো নিউজকে জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

আহমেদ জুনাইদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।