১৬ দিনের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটিতে শেকৃবি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি।
সোমবার (১৯ জুন) থেকে শুরু হয়ে আগামী ৪ জুলাই পর্যন্ত ১৬ দিন ক্যাম্পাস বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। এসময় আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পবিত্র ঈদুল আজহার ছুটি ২২ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও গ্রীষ্মকালীন ছুটির জন্য তা শুরু হচ্ছে ১৯ জুন থেকে।
এ বিষয়ে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেট মিটিংয়ের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ১২ জুন থেকে ১৫ জুন তারিখের পরিবর্তে ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে ৫ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয় ছুটি হলেও সেশনজট কমাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৮ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে। বিসিএস রিটেনসহ বিভিন্ন চাকরির পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হওয়ায় বেশ কিছু শিক্ষার্থী ক্যাম্পাসেই ঈদ করবেন। অন্যদিকে ঈদযাত্রার ভিড় এড়াতে আগেভাগে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জুন) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
তাসনিম আহমেদ তানিম/এমকেআর/এএসএম