কোরবানির পশুর হাটে সেবা দিচ্ছেন শেকৃবির ৪৫ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৬ জুন ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ২২টি কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৫ শিক্ষার্থী। বুধবার (২৮ জুন) পর্যন্ত হাটগুলোতে চলবে ভেটেরিনারি মেডিকেলের এই সেবা।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকায় কোরবানির হাটে আগত গরু, ছাগল, ভেড়া, মহিষসহ অন্যন্য প্রাণীর জরুরি চিকিৎসাসেবা দিতে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিমের সঙ্গে কাজ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪৫ শিক্ষার্থী।

অধিদপ্তরের একজন ভেটরিনারিয়ানের নেতৃত্বে গঠিত প্রতিটি টিমে দুইজন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকসহ তিনজন সহায়ক কাজ করবে। সারাদেশে এক হাজার ৬৯৭টি ভেটেরিনারি মেডিকেল টিম কোরবানির হাটে আগত প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে।

jagonews24

রোববার (২৫ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘কোরবানির পশুরহাট মনিটরিং ও ব্যবস্থাপনা’ শীর্ষক সভায় এসব জানান অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

সভায় সভাপতির বক্তব্যে ডা. মো. এমদাদুল হক বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিনিয়ত স্মার্ট পদক্ষেপ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম। ভেটেরিনারি মেডিকেল টিমে যুক্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী স্বাস্থ্যসেবা কার্যক্রম গতিশীল করায় শেকৃবি শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।

jagonews24

বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, কোরবানির হাটে প্রাণীর স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত থেকে হবু ভেটেরিনারিয়ানরা একদিকে যেমন অবলা প্রাণীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। যা ভবিষ্যতে তাকে একজন দক্ষ ভেটেনারিয়ান হতে সাহায্য করবে।

এবার দেশে এক কোটি চার লাখ কোরবানিযোগ্য পশুর চাহিদার বিপরীতে প্রায় এক কোটি ২৫ লাখ পশু মজুত আছে। ধারণা করা হচ্ছে দেশের কোরবানির পশু চাহিদা মিটিয়েও এবার প্রায় চার লাখ পশু উদ্বৃত্ত থাকবে।

তাসনিম আহমেদ তানিম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।