জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার, বিজ্ঞানমেলা শনিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় গণিত অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্র ও শনিবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) অনুষ্ঠান দুইটির আয়োজক।

‘মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন’ প্রতিপাদ্যে নবম জাতীয় গণিত অলিম্পিয়াড শুক্রবার (২৮ জুলাই) এবং ‘মস্তিষ্কে বিজ্ঞানের চাষ, সমৃদ্ধ করব মেধার বিকাশ’ প্রতিপাদ্যে পঞ্চম জাতীয় বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হবে শনিবার (২৯ জুলাই)।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবম জাতীয় গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক তারেক মাহমুদ এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে তারেক মাহমুদ বলেন, আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবনে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে নয়টা ও বেলা ১১টায় দুই শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রতিযোগী ১০টি গাণিতিক সমস্যার সমাধান করতে সময় পাবেন ১ ঘণ্টা। মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হবে। তবে অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হবে।

তিনি আরও বলেন, এছাড়াও আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পঞ্চম জাতীয় বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হবে। এতে সায়েন্স কুইজ, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিক্স কিউব ও সায়েন্স ওপেন স্পিচসহ মোট ছয়টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক বিভাগের বিজয়ী ও প্রথম রানার আপকে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি শাকিল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল হোসাইন ও মেলার আহ্বায়ক মো. আল-মামুন প্রমুখ।

মাহবুব সরদার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।