১৪ বোতল মদসহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৪ আগস্ট ২০২৩

১৪ বোতল মদসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত তালুকদার।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪ বোতল মদসহ শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের নামে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন ময়মনসিংহের রামবাবু রোড গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব ও ঢাকার পূর্ব বাড্ডার বড়টেক গ্রামের ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব। তারা উভয়ই শাবিপ্রবির সিএসই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

নাঈম আহমদ শুভ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।